নিজস্ব প্রতিনিধি:
চীনে পাচারের শিকার হেলেনা (ছদ্মনাম) অবশেষে কৌশলে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই তিনি নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা যুগান্তরের সঙ্গে শেয়ার করেছেন। হেলেনা জানান, তাকে ও তার এক বান্ধবীকে এক কোটি টাকায় কেনাবেচা করা হয়েছিল।
তিনি বলেন, সিলভী নামে এক নারীর সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। সিলভীর বিয়ে হয়েছে এক চীনা নাগরিকের সঙ্গে, আর তাদের যৌথ উদ্যোগেই এই পাচার চক্র পরিচালিত হয়। প্রায় ১৪ বছর ধরে এই চক্র বাংলাদেশ থেকে তরুণীদের চীনে পাচার করছে।
হেলেনা জানান, তিনি বিউটি পার্লারে কাজ করতেন। সেই সুযোগে সিলভী তাকে প্রলোভন দেখান। সিলভী বলেন, চীনে বিউটি পার্লারের কাজের প্রচুর চাহিদা রয়েছে এবং তাকে সেখানে অনেক টাকার চাকরি দেওয়া সম্ভব। এ প্রস্তাবে রাজি হওয়ার কারণেই তিনি ভয়াবহ ফাঁদে পড়েন।
পরে চক্রের প্রকৃত রূপ বুঝতে পারলে হেলেনা ও তার বান্ধবী দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তখন তাদের জানানো হয়, দুজনকে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকায় কেনা হয়েছে, তাই দেশে ফেরা সহজ হবে না।
দেশে ফিরে হেলেনা আরও জানান, তার পরেই নতুন করে চার তরুণীর ভিসা করা হয়েছে। তাদের নিয়ে চীনে যেতে চাপ দিচ্ছে সিলভী ও তার সহযোগীরা। এমনকি টিকিটও কেটে রাখা হয়েছে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনো মেয়েকে এই পথে ধ্বংস হতে দেওয়া যাবে না।