৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

” মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি” ‘মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’ এই কথাটিকে সামনে এনেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ফুটবল মাঠ (বাড়াদী) আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ফরিদপুর সদরপুর উপজেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশ।
খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মিলন অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন প্রমুখ।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বহরপুর (বাড়াদী) রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা প্রিয় মাঠ। এই মাঠে অনেক বড় বড় খেলা হয়েছে। এসেছে দেশের সব সুনামধন্য খেলোয়ারবৃন্দ। দেখিয়েছেন তাদের ক্রীড়া নৈপুণ্যতা। আর দর্শক পেয়েছেন আনন্দ। বেশ কিছুদিন এই মাঠে তেমন খেলাধুলা হয়না। আমরা এলাকাবাসী ও সাবেক খেলোয়ারদের সাথে আলোচনা করে আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করেছি। মাঠে শান্তি শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বাজায় রাখলে সকলের প্রতি আহ্বান জানান।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের যুবসমাজ আজ মাদক আর মোবাইলে বিভিন্ন গেমসে ডুবে পড়েছে। তাদেরকে এই নেশা থেকে ফিরিয়ে খেলার মাঠমূখি করাটাই আমাদের মূল লক্ষ্য। আন্তঃউপজেলা ফুটবলকে মোট আটটি দলকে সম্পৃক্ত করা হয়েছে। নকাউট পদ্ধতিতে খেলাটি পরিচালিত হবে। তিনি আরও বলেন, আমি এই মাঠের সাবেক খেলোয়াড়েরা আমাদের পাশে থেকে সকল প্রকার পরামর্শ প্রদান করবেন বলে আশাবাদী। পুরস্কার হিসেবে থাকলে চাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল ও রানারআপ দলেরজন ফ্রিজ।

খেলায় ফরিদপুর সদরপুর উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখান, রাজু, ইমন, হাসান, আব্দুল্লাহ, রানা, কামরুল, সামিউল, হাচান, লিপু, বাবু ও ফরহাদ।

রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখান, রাকিব, খায়রুল, কামরুল, জসিম, অর্ণব, রানা, তুষার, নাইম, কাজী, তৌকির ও শুভ।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি গোলাম মোর্শেদ চাঁদু । তাকে সহযোগিতা করেন মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান ও নাজমুল হোসেন।

উক্ত ফুটবল খেলায় রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশকে ০৪ – ০১ গোলে পরাজিত করে ফরিদপুর সদরপুর উপজেলা ফুটবল একাদশ বিজয় অর্জন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top