৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা কামাল জামাল নূরুদ্দিন মোল্লা

রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব কামাল জামাল নূরুদ্দিন মোল্লা। তিনি মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নবগঠিত উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং মাদারীপুর-শিবচর আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার শিবরাইকান্দি এলাকায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তৃতাকালে কামাল জামাল নূরুদ্দিন মোল্লা বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র টিকে থাকতে পারে না। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে থেকে জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অংশ নিতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ধৈর্যসহকারে উত্তর দেন এবং ভবিষ্যতে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “এ বছর শিবচরের পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীসহ সবাই নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পেরেছেন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top