৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন জনজীবনে স্বস্তি ফেরাতে ১৪৪ ধারা আংশিক শিথিল

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা সদরের ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ২৭টি ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল এবং নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক ও ত্রাণসামগ্রী তুলে দেন। জেলা প্রশাসক বলেন,
“সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও প্রশাসন তাদের পাশে রয়েছে। এ সহায়তা অন্তত কিছুটা হলেও পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা।

১৪৪ ধারা আংশিক শিথিল

সহিংসতার প্রেক্ষাপটে খাগড়াছড়ি শহরে জারি করা ১৪৪ ধারা আংশিক শিথিল করা হয়েছে। এখন দিনের বেলায় সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকলেও সন্ধ্যা ৬টার পর থেকে কড়াকড়িভাবে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। পাশাপাশি রাত ১০টার মধ্যে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

মামলায় এখনো কেউ গ্রেপ্তার নয়

এদিকে সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top