৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনীর অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে যাবার পথে ইতালির ২০ টি জাহাজ ত্রাণ সামগ্রী সহ ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার

আব্দুল হুমায়ুন (বিপ্লব কাজী) ইতালি প্রতিনিধি:

২০টি ত্রাণবাহী জাহাজ গাজাগামী মানবিক সাহায্য প্রধানের জন্য যাবার পথে শান্তিপূর্ণ কর্মীদের উপর ইসরাইল বাহিনী আক্রমণ করে এবং তাদের গ্রেপ্তার করেছে। সেখানে এই শান্তি কর্মীদের মধ্যে ইতালীয় সিনেটর মার্কো ক্রোয়াত্তি সহ অন্যান্য এমপিরা আটক হয়েছিলেন। তাঁদের আজকে ছেড়ে দিয়েছেন এবং ইতালি এসে পৌঁছেছেন কিন্তূ এখনো আরো অনেকে বন্দি আছেন। আটক হওয়ার পর কর্মীদের নৌযান ভেঙে ফেলা হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ইতালীয় সিনেটর মার্কো ক্রোয়াত্তি জানিয়েছেন—“আমরা সংসদ সদস্যরা বিশেষ সুবিধাভোগী নই।

কূটনৈতিক ভূমিকা পালনের জন্যই জাহাজে উঠেছিলাম—যাতে গণমাধ্যম ও কূটনৈতিক চাপ তৈরি হয় এবং সব কর্মীদের সুরক্ষা দেওয়া যায়।”তিনি আরও বলেন:“ইসরায়েল আমাদের দ্রুত মুক্তি দিয়েছে, হয়তো তাদের কাছে আমরা ‘ভারী’ হয়ে দাঁড়িয়েছিলাম।

কিন্তু অন্য কর্মীরা এখনও আটক আছেন—এটাই এখন সবচেয়ে বড় ক্ষোভ।” উল্লেখযোগ্য তথ্য: আটককৃতদের মধ্যে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিক রয়েছেন।সংসদ সদস্যরা জানিয়েছেন, তাদের উপস্থিতি ছিল কেবল কর্মীদের সুরক্ষা ও আন্তর্জাতিক চাপ নিশ্চিত করার জন্য।

এখনো বহু কর্মী ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক। সারা ইতালি তিন দিন ধরে বিভিন্ন শহরে অবরোধ চলছে রেলওয়ে স্টেশন, নৌবন্দর সহ বিভিন্ন জায়গা সাধারণ জনগন ফিলিস্তিনীর পক্ষে র‌্যালি করছে। আগামী ৪ ই অক্টোবর ইতালির রোম ঘেরাও কর্মসূচি দেয়া হইছে।

যেখানে ইতালি সাথে সব দেশের যোগাযোগ বন্ধ করে দিবে যতক্ষণ না বাকি বন্দিদের মুক্তি করা হচ্ছে এবং ফিলিস্তিনীর পক্ষে না যাচ্ছে। ভেনিসে আজ প্রায় ৩০ হাজার জনগন ও বিভিন্ন সংঘঠনের সহযোগিতা ফিলিস্তিনীর পক্ষে র‌্যালি বের করে ভেনিসের স্থল পথের সাথে ভেনিসের নৌপথ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top