মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়িতে চারদিনের অবরোধ শেষে তা স্থগিত করার পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার সকালে সংগঠনের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শহীদদের ধর্মীয় পুণ্যকর্ম, আহতদের প্রতি মানবিক সহায়তা এবং প্রশাসনের আশ্বাস আংশিক বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে ২৫ সেপ্টেম্বর আধাবেলা অবরোধ এবং ২৭ সেপ্টেম্বর থেকে টানা চারদিন সড়ক অবরোধ পালন করে সংগঠনটি। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম, রাঙামাটি ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে গুইমারায় সহিংসতায় তিনজন নিহত হন এবং ১৪৪ ধারা জারি করা হয়।
পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় জুম্ম ছাত্র-জনতা তাদের আট দফা দাবি তুলে ধরে। এর মধ্যে ছিল— ধর্ষণ মামলার বাকি আসামিদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নিহত পরিবারের আর্থিক সহায়তা ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা।
প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস এবং শহীদ পরিবারের প্রতি প্রাথমিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর সংগঠনটি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়।