৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে অবৈধ জাল উদ্ধার ও মা ইলিশ অবমুক্ত

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রথম দিন অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টাল উদ্ধার ও মা ইলিশ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জীবিত ইলিশ ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে দুই পাড়ের মানুষের মাঝে তুমুল হইচই পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের মাঝে এই প্রথম ও বিরল দৃশ্য বলে সর্বসাধারণের মাঝে সোরগোল পড়ে যায় । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মা ইলিশ নিধন বন্ধ করতে প্রথমেই জেলদেরকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। ৪ অক্টোবর সকাল ১১ টায় ইলিশ সংরক্ষণ কর্মসূচি নিরাপত্তা উপলক্ষে পৌরসভায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার প্রতিনিধির একটি টিম শিকারপুর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন।

এ সময় জালে আটকা পড়া মা ইলিশ জীবিত অবস্থায় নদীতে অবমুক্ত করে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা প্রশংসায় ভাসতে থাকেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top