মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (খৈয়ম গ্রুপ) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) সকালে রাজবাড়ী শহরস্থ পৌর মিলানায়তন অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (খৈয়ম গ্রুপ) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
র্যালীটি পৌর মিলানায়তনের সামনে থেকে শুরু করে বড়পুল গোল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নাঈম আনসারী, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোঃ আইয়ুব খান আনসারী, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন’ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে এক দোয়ার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের উদ্দেশ্য করে দোয়া করা হয়।