৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে অগ্নিকাণ্ডে জমায়াতে ইসলামী অফিস সহ ১০ টি দোকান ভষ্মীভূত কোটি টাকার ক্ষয়ক্ষতি- ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল সংবাদদাতা:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে শনিবার ভোররাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর অফিসসহ ১০টি দোকান ভষ্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ। ফায়ার সার্ভিস জানান এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এতে পুড়ে ছাই হয় জামায়াতে ইসলাম এর ওয়ার্ড কার্যালয়, পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম শামীম, মোঃ কাউসার হোসেনের খাবার হোটেল, আব্দুল হাকিমের ঔষধের দোকান, মোঃ মাহফুজ খানের জুতা ও গার্মেন্টস শোরুম রুবেল হাওলাদার, ইলেকট্রিক্যাল দোকান,নুরুল হক হাওলাদার, পান সুপারির দোকান,হানিফ ব্যাপারী, হার্ডওয়ারের দোকান, জহিরুল ইসলাম, রুবেল, সাহাজানের দোকানে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুরো ছাই হয়ে যায়।

স্থানীয়রা জান বাজারে কাওসারের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্ত ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় । ঘটনাস্থল উজিরপুর থানা পুলিশ পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা দেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top