৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

রাজধানীর সেগুনবাগিচা শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোগে “ওয়ায়েজীনদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী ওমর ফারুক যুক্তিবাদী এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখেন। এ সময় মুফতি আহাম্মদ আলী কাসেমী, আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, মুফতি বোরহান উদ্দিন রাব্বানী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা কবি মুনীরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ বিন সাঈদ, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মুফতি শায়েখ ওসমান গনি, মুফতি আফজাল হোসাইন, সাংবাদিক মাওলানা বায়েজিদ আজমাইন ও বিশিষ্ট লেখক জাহিদ খান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও মুফতি ইসমাইল হোসাইন সিরাজী, মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, খন্দকার আজিজুল হক ইয়াকুবী, মুফতি জাহিদ হাসান জামালপুরী, মুফতি ফেরদাউস ডহরপুরী ও মাওলানা জাকির হোসেন গাজীপুরী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে ওয়ায়েজীনদের শুধু আবেগঘন বয়ান নয়, বরং নৈতিকতা, সত্য-ন্যায় প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top