৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কালিহাতীতে পৌর বিএনপির মিলনমেলা : আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর দিন

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো পৌর বিএনপির এক প্রাণবন্ত মিলনমেলা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পৌরসভা চত্ত্বরে, একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও পুরোনো স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পরিবেশ।

দিনের সূচনায় বের হয় একটি বর্ণাঢ্য মিছিল, যা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি এমন শ্লোগানে মুখর ছিল পুরো এলাকা। পরে পৌরসভক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও খাবার বিতরণ কর্মসূচি।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি মিলনমেলা তাদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। তারা বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দলীয় ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা, পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনীতির ইতিবাচক চেতনায় উদ্বুদ্ধ করা।

আলোচনায় বক্তারা সংগঠনের প্রতি নিষ্ঠা, সততা ও জনগণের পাশে থাকার আহ্বান জানান। দিনব্যাপী হাসি-আনন্দে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ, যেন এক উৎসবমুখর মিলনমেলা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top