১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৯ দিনের ছুটি শেষে আজ খুলছে পটুয়াখালী ভার্সিটি

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রমে প্রাণ ফিরে পাচ্ছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং প্রশাসনিক দপ্তরসমূহে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন জানান, “গত ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত থাকবে।

স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“পবিপ্রবি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি দক্ষিণাঞ্চলের তরুণ সমাজের স্বপ্নবীজ বপনের কেন্দ্র। দীর্ঘ ছুটির পর আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা, হাসি-আড্ডা ও প্রাণচাঞ্চল্যে আবারও ফিরে আসছে সেই স্বাভাবিক একাডেমিক আবহ।

আমি বিশ্বাস করি, নতুন উদ্যমে সবাই নিজেদের পাঠ ও গবেষণায় মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য শুধু ডিগ্রিধারী নয়, মূল্যবোধসম্পন্ন, সৃজনশীল ও মানবিক নাগরিক গড়ে তোলা।”

অফিস বন্ধকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ—চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট কার্যক্রম যথারীতি চালু ছিল বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

এছাড়াও, আবাসিক হলগুলোও পুরো সময় খোলা ছিল, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অবস্থান করতে পারেন।দীর্ঘ ছুটির পর শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ও বিভিন্ন অনুষদের করিডোরে ফিরে এসেছে চেনা কোলাহল। শিক্ষক, শিক্ষার্থী ওকর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজের এই শান্ত ক্যাম্পাস।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top