৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

“সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা”—এই স্লোগানকে ধারণ করে নীলফামারীতে আত্মপ্রকাশ করল জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) জেলা শাখার নবনির্বাচিত ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের ট্রাফিক মোড়ে অবস্থিত মামা-ভাগিনা হোটেলের সভাকক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা শাখার সভাপতি আব্দুল মালেক। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, যিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রম উদ্বোধন করেন।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি নবিজুল ইসলাম নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুয়েল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, দপ্তর সম্পাদক আবুল হাশেম, সদস্য শাহিদুল ইসলাম সরকার দুলাল, কে. এম. শাহাজাহান আলী সরকার, মফিজুল ইসলাম, নয়ন ইসলাম ও মোকলেছুর রহমান বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও সমাজ পরিবর্তনের হাতিয়ার। গণমানুষের কল্যাণে তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতা করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

সভায় আরও জানানো হয়, জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখা গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে এবং উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ করবে।

অনুষ্ঠান শেষে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে ডিমলা উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন, যা সংস্থার কাঠামোগত শক্তি বৃদ্ধিতে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top