৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে জঙ্গল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির কঙ্কাল উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, সিলেট প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কামদপুর হাই স্কুল সংলগ্ন জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন গ্রামবাসী জঙ্গলে গিয়ে হঠাৎ মানুষের হাড়গোড় সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ না নারী—তা এখনও নির্ধারণ করা যায়নি। এছাড়া এটি হত্যা, আত্মহত্যা, না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়েও এখনই কিছু বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। পাশাপাশি কঙ্কালের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।

থানায় জমা থাকা নিখোঁজ সংক্রান্ত যেকোনো অভিযোগও তদন্তের আওতায় আনা হবে। এদিকে কঙ্কাল উদ্ধারের ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ হতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top