৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাইফয়েড প্রতিরোধে নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নীলফামারীর সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের চৌরঙ্গি মোড়স্থ ইপিআই সম্মেলন কক্ষে এ মতবিনিময় আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ১,০৩,০৭৪ জন, সৈয়দপুরে ৮৫,৩১৪ জন, কিশোরগঞ্জে ৬৮,৮৯৩ জন, জলঢাকায় ১,০৯,৩১৭ জন, ডোমারে ৮১,৮১৬ জন এবং ডিমলায় ৮৪,১২৩ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, ডব্লিউএইচও’র এসআইএমও ডা. মিজানুর রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ লাখ ৭৯ হাজার ৩২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, “টাইফয়েড একটি মারণব্যাধি। বিশেষ করে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কর্মসূচি হাতে নিয়েছে। অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার অনুরোধ জানাই।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top