৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কুরআন অবমাননায় মুরাদনগর উপজেলা জমিয়তের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কুরআন শরীফের উপর পা রেখে ভিডিও ধারণ এবং পরবর্তীতে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা।

রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুরাদনগর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এই নিন্দা জানান ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে ক্ষমা অযোগ্য জঘন্যতম অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি। এর আগে ক্লাসে হাদিস উল্লেখ করায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষককে চাকুরিচ্যুত করেছিল।

তারা আরও বলেন ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্যতম দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করা ও চরম ধৃষ্টতা পূর্ণ আচরণের শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।

তারা আরও বলেন অপরাধীকে অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূমিকা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং দেশের মুসলমানদের ঈমানী আবেগ-অনুভূতির প্রতি প্রকাশ্য অবমাননা।

মুরাদনগর উপজেলা জমিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে,অপরাধীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কুরআনের মর্যাদা রক্ষায় আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

নেতৃদ্বয় আরও বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অতীতেও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে ইসলামবিরোধী কর্মকাণ্ডের দৃষ্টান্ত রয়েছে। এখন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পুরো জাতির কাছে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
পবিত্র কুরআনের সম্মান রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বদা আপসহীন অবস্থানে থাকবে ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top