মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
ওয়ার্ড বিএনপির স্ত্রীকে জোর করে উঠিয়ে নেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কার বিষয় মুখ খুললেন সভাপতির স্ত্রী মনিকা রানী। বরিশাল জেলার উজিরপুর উপজেলার চাঞ্চল্যকর ৩ নং জল্লা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমানকে একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির স্ত্রীকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ের অজুহাত দেখিয়ে বহিষ্কারের কয়েকদিন পরে হঠাৎ সংবাদ সম্মেলনের ব্যানার টানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি অমরেশ ওঝার স্ত্রী মনিকা রানী।বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকার তোলপাড় সৃষ্টি হয়।
নতুন করে আলোচনা সমালোচনার ঝড় উঠে যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিও বার্তায় মনিকা বলেন, আমি অমরেশ ওঝাকে ডিভোর্স দিয়েছি অনেক আগে এবং আমাদের সন্তানকে বাংলাদেশের আইন অনুযায়ী আমার কাছে (মায়ের) কাছে রাখার অধিকার রয়েছে।
তিনি আরো বলেন প্রচলিত আইন অনুযায়ী যে কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। জল্লা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমান নির্দোষ এবং মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আবেদন জানান।
এবং তাকে নিয়ে মিথ্যা গুজব না রটাতে সবাইকে অনুরোধ জানান।