মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে মেরুং ইউনিয়নে গণসংযোগ ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নে এ গণসংযোগ ও প্রার্থী পরিচিতি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বাইতুল মাল সভাপতি মাওলানা জহির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম বাবুলসহ উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণসংযোগে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় ও নীতির বাংলাদেশ। এজন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এসময় সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, “একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন—দেশে থাকবে না ধর্ষণ, থাকবে না চুরি-দুর্নীতি। সকল নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে। তাই সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
গণসংযোগ কার্যক্রমে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।