৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে দেশে ফেরার ইঙ্গিত দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন। লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ নানা সমসাময়িক ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন।

দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু যুক্তিসঙ্গত কারণে এখনও ফেরা সম্ভব হয়নি, তবে এখন সময় এসে গেছে বলে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরবো।

তিনি আরও বলেন, “রাজনীতি যখন করি, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন কেমন করে দূরে থাকবো? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচনের সময় জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকতে।”

দেশে ফেরার সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দ্রুতই মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই।”

নিরাপত্তা ইস্যুতে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নানা শঙ্কার কথা শুনেছি। এমনকি সরকারের বিভিন্ন মহল থেকেও নানা শঙ্কার বিষয় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।”

তার এই সাক্ষাৎকারকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি দেশে ফেরার সম্ভাবনা এবং আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা নেওয়ার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top