মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
” মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি” ‘মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’ এই কথাটিকে সামনে এনেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে ফুটবল মাঠ (বাড়াদী) আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে মানিকগঞ্জ ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া ফুটবল একাদশ।
প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মিলন অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন প্রমুখ।
আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বহরপুর (বাড়াদী) রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। আর এখানকার ছেলেরা খেলাধুলা প্রিয়।
আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের যুবসমাজ আজ মাদক আর মোবাইলে বিভিন্ন গেমসে ডুবে পড়েছে। তাদেরকে এই নেশা থেকে বের করে আনতে খেলাধুলার দিকে ধাবিত করতে হবে। খেলাটি নকআউট পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, আমি মাঠের সাবেক খেলোয়াড়দের পরামর্শ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠুভাবে খেলাটি শেষ করতে পারবো বলে আমিসহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্যগণ আশাবাদী।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি গোলাম মোর্শেদ চাঁদু । তাকে সহযোগিতা করেন মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান ও নাজমুল হোসেন।
উক্ত ফুটবল খেলায় কুষ্টিয়া ফুটবল একাদশকে ০৪ – ০১ গোলে পরাজিত করে মানিকগঞ্জ ফুটবল একাদশ বিজয় অর্জন করেন