১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটি স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন ১২ দফা দাবিতে তৃতীয় দিনেও অটল জনতার অবস্থান

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে “স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন, নলছিটি” ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে। গত ৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আজ ৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত তৃতীয় দিন চলছে। শুরুতে দশ দফা দাবি থাকলেও জনতার প্রত্যাশায় আন্দোলনটি এখন ১২ দফায় রূপ নিয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসা দায়িত্বে থাকা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা এবং পরিষেবায় গাফিলতির কারণে এলাকাবাসীর অসন্তোষ চরমে উঠেছে।

আন্দোলনকারীরা জানান, গত তিন দিনে তাদের দাবি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন এবং ঝালকাঠি জেলার সিভিল সার্জনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। কর্মকর্তারা বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলেও আন্দোলনকারীরা লিখিত রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব শূন্যপদে এমবিবিএস চিকিৎসক দ্রুত পদায়ন।
২. অপারেশন থিয়েটার চালু ও সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন পরিচালনা।
৩. বিকল আলট্রাসনোগ্রাম মেশিন মেরামত বা নতুন মেশিন বরাদ্দ প্রদান।
৪. পুরনো মডেলের পরিবর্তে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন।
৫. রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা চালু ও ডেঙ্গু, টাইফয়েড, লিপিড প্রোফাইলসহ পূর্ণাঙ্গ প্যাথলজি টেস্ট চালু।
৬. রক্তের ক্লাব অনুমোদন ও হাসপাতালের রুম বরাদ্দ প্রদান।
৭. লোডশেডিং মোকাবেলায় বিকল্প বিদ্যুৎ বা সোলার পাওয়ার সিস্টেম স্থাপন।
৮. অচল পানির ফিল্টার সচল করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।
৯. নার্স ও ল্যাব টেকনোলজিস্টের শূন্যপদ দ্রুত পূরণ।
১০. হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।
১১. হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা।
১২. সব দাবি বাস্তবায়নের জন্য লিখিত রূপরেখা ও সময়সূচি প্রকাশ।

আন্দোলনকারীরা বলেন, “আমরা নলছিটির দুই লক্ষ মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় মাঠে নেমেছি। মৌখিক প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং সংবাদ প্রচার আন্দোলনকে আরও বেগবান করেছে, এজন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top