৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিতে মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“সাংবাদিকদের নিরাপত্তা চাই – স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” — এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সংবাদকর্মীরা নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধন শেষে চার দফা দাবি তুলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হুমকি, মিথ্যা মামলা ও হামলার ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বচ্ছতা হুমকির মুখে পড়বে।

চার দফা দাবির মধ্যে রয়েছে— সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা, ভুয়া আইডি থেকে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা, হয়রানির বিরুদ্ধে জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন এবং জাতীয় পর্যায়ে নিরাপত্তা নীতিমালা প্রণয়ন।

বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে সতর্ক করেন, তা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top