৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জাতীয় কন্যা দিবস উদযাপিত

মাহফুজুর রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় কন্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লরি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, এবং পরিসংখ্যান কর্মকর্তা নুরু হোসেন।

বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তোলা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীশিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top