মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল গ্রামের তেলি মোস্তাকিন আলী ও তাঁর স্ত্রী ছকিনা বেগম—বয়সের ভারে ন্যুব্জ হলেও তিন দশকের বেশি সময় ধরে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন বুক ও কোমরের জোরে। গরু কেনার সামর্থ্য না থাকায় গত ৩৫ বছর ধরে নিজের শরীর দিয়েই তেলের ঘানি টানছেন তিনি। দারিদ্র্যের কারণে সংসারের বোঝা বইতে তাঁর পাশে রয়েছেন স্ত্রী ছকিনা। নয় সদস্যের পরিবারের মধ্যে তিনজনই প্রতিবন্ধী—এই কষ্টের সংসারই যেন তাঁদের জীবনের একমাত্র লড়াইয়ের মঞ্চ।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে এই দম্পতির মানবিক সংগ্রামের সংবাদ প্রচারের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। সংবাদটি দেখেই তিনি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ককে মোস্তাকিন দম্পতির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা জানান, সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ অক্টোবর বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরাসরি নীলফামারীর কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিন দম্পতির হাতে সহায়তা তুলে দেবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এসময় উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা। সহায়তার অংশ হিসেবে মোস্তাকিন আলীকে ২টি অটো রিকশা এবং তাঁর মেজ ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, “আমরা দলীয় নির্দেশে এই মানবিক উদ্যোগ নিয়েছি। সমাজের যে মানুষগুলো প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
একই দিনে প্রতিনিধি দলটি ২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত স্থানীয় শহিদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং তাঁদের খোঁজখবর নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।
মানবিক এই উদ্যোগে স্থানীয়রা প্রশংসা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই পরিবারকে সাহায্য করা একটি মহৎ পদক্ষেপ, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে।