জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন, দেশের সাম্য, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আধুনিক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
বুধবার (০৮ অক্টোবর ২০২৫ ইং) মধ্যনগর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ব্যারিস্টার লিটন বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে—মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমান সুযোগ সৃষ্টি, এবং হাওরাঞ্চলের কৃষক ও মৎস্যজীবীদের জীবনমানের আমূল পরিবর্তন।
তিনি জানান, নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, বিশেষ করে হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে গুরুত্ব দেবেন। তিনি বলেন, হাওরের দেশীয় মাছের অভাব এখন বাস্তবতা। সঠিক মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম সৃষ্টি করে হাওরকে পুনরায় মৎস্যভান্ডারে রূপ দিতে চাই।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই হাওরপাড়ের মানুষের ভরসা। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট, সম্ভাবনা ও উন্নয়নবঞ্চিত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন—এটাই আমার প্রত্যাশা। হাওরবাসীর স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
দলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, লুটপাটে বা টেন্ডারবাজিতে অংশ নেয়, দলের ভাবমূর্তি নষ্ট করে—তাদের কোনো অবস্থাতেই দলীয় দায়িত্ব দেওয়া হবে না। এই নীতির আলোকে আমি বিশ্বাস করি, যোগ্যতা, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে, এবং সেই মূল্যায়নে আমার অবস্থান শক্ত বলে আমি আশাবাদী,—যোগ করেন তিনি।
মতবিনিময় সভার শেষে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদেরই আপনজন। সুনামগঞ্জ-১ আসনের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য