২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস–ইসরাইলের মধ্যে চুক্তি, নিশ্চিত করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি সপ্তাহে মিসরে ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় গাজা যুদ্ধের অবসান নিয়ে এক চুক্তিতে পৌঁছেছে হামাস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরাইল একমত হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরাইল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে।”

অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে, যা গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটাবে। এই চুক্তির আওতায় দখলদার ইসরাইলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে, মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেওয়া হবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হবে।

হামাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যেন ইসরাইলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করেন এবং যেন কোনোভাবেই এ চুক্তি এড়িয়ে যাওয়া বা বিলম্ব করা না হয়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের একটি তালিকা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে দিয়েছে। এই তালিকাটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top