৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে ভটভটির ধাক্কায় ভাই-বোন সহ অটোরিকশা চালকের মৃত্যু; আহত আরও ৩ জন

মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ থানার পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটি গাড়ির ধাক্কায় ভাই বোন সহ অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩’জন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) ও শিশু কন্যা তবা (১) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মোঃ হাইফত হোসেন।

জানা যায়, সকালে একটি গরু বোঝায় ভটভটি গাড়ি তাড়াশ উপজেলার নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে চলা অবস্থায় অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনিসহ তার মা ও ছোট দুই বোন মালেশা ও তুবা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক হাইফত ও জনি কে মৃত ঘোষণা করেন। সেই সাথে নিহত জনির মা ও ছোট বোন মালেশা ও তুবার অবস্থা আশংখজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ ক্যাপটেন মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সিরাজগঞ্জ শহীদ ক্যাপটেন মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তুবা’ মারা যায়।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top