৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, অনুমোদন পেল সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫

নিজস্ব প্রতিনিধি:
২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, উপদেষ্টা পরিষদ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর সংশোধনী অনুমোদন করেছে। এর ফলে ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল হয়েছে। ওই আইনে যেসব ব্যক্তি সাজাপ্রাপ্ত বা মামলায় অভিযুক্ত ছিলেন, তারাও এখন মুক্তি পেয়েছেন।

সংশোধিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ এবং এসব ধারায় বর্ণিত অপরাধে সহায়তার অভিযোগে দায়ের করা কোনো মামলা বা তদন্তাধীন কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে আর কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাবে না। এমনকি এসব ধারার অধীনে প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল হিসেবে বিবেচিত হবে।

এছাড়া বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-ও অনুমোদন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব নতুন অধ্যাদেশ কার্যকর হলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য, অনলাইন কার্যক্রম ও ডিজিটাল নিরাপত্তা আরও সুরক্ষিত হবে। সরকার মনে করে, নতুন আইনগুলো প্রযুক্তি-নির্ভর প্রশাসন ও নাগরিক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top