৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহায়তা পেলেন ঘানি টানা তেলি দম্পতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

গরু ছাড়াই নিজের বুকের জোরে দীর্ঘ ৩৫ বছর ধরে তেলের ঘানি টেনে জীবিকা নির্বাহ করে আসছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামের মোস্তাকিন আলী ও তাঁর স্ত্রী ছকিনা বেগম। সম্প্রতি তাঁদের এই মানবিক গল্পটি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা দৃষ্টিগোচর হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের।

এরপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে নির্দেশ দেন মোস্তাকিন আলীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল মোস্তাকিন আলীর বাড়িতে যান।

প্রবীণ এই দম্পতির সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি নিজ হাতে মোস্তাকিন দম্পতির ৩৫ বছরের স্মৃতিবিজড়িত ঘানি পরিদর্শন করেন এবং তাঁদের জীবনের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় রিজভী আহমেদ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পরে মোস্তাকিন আলী দম্পতির হাতে ঘানির জন্য একটি গরু কেনার নগদ অর্থ এবং তাঁদের পরিবারকে স্বাবলম্বী করতে দুটি ব্যাটারিচালিত অটোভ্যানের চাবি তুলে দেন।

তিনি বলেন, “তারেক রহমান সবসময়ই মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকার নির্দেশ দেন। আমরা শুধু রাজনৈতিক নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতনামা সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

এদিকে, একই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নীলফামারীর সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও নাঈম বাবু-এর পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রবীণ মোস্তাকিন আলী ও তাঁর স্ত্রী ছকিনা বেগম সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের মতো গরিব মানুষের খবরও যে কেউ রাখে, এটা ভাবিনি। আল্লাহ্ তারেক রহমানের মঙ্গল করুন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top