মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জেলার শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয় এর আয়োজনে এবং ইউনিসেফের সার্বিক সহযোগিতায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলম এবং সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আবদুর রাজ্জাক, জেলা তথ্য অফিসার মো. বাইজিদ হোসেন, এবং WHO প্রতিনিধি ডা. মিজানুর রহমান।
এছাড়াও রিসোর্স পারসন হিসেবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওপর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ।
সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার, পুরুষ ও মহিলা শিক্ষক প্রতিনিধি, এবং কওমী ও হাফেজী মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয়। তাই ধর্মীয় নেতৃবৃন্দ মসজিদের খুতবা, জুমার বক্তব্য ও ধর্মীয় আলোচনায় টিকাদানের গুরুত্ব তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে দারুল ইসলাম কওমী মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা ইউনুস সাহেব দোয়া পরিচালনা করেন। তিনি টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।