৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জবিতে সেরা অংশীজন স্মারক ও বিচারক সম্মাননা প্রদান

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এ সেরা অংশীজন স্মারক ও বিচারক সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খাদেজাতুল কোবরাকে ‘সেরা অংশীজন স্মারক সম্মাননা’ প্রদান করা হয়।

এছাড়া ‘সেরা বিচারক সম্মাননা’ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ ও সহযোগী অধ্যাপক ড. ইব্রাহীম খলিল, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহি চৌধুরী এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।

প্রধান অতিতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “একজন শিক্ষার্থী শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধ ও আগ্রহবশত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চায় আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top