সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা লায়ন ফরিদ আহমেদ “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি” ঢাকা জেলা ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হোন। গত ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখে সংস্থাটির মহাসচিব, ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি, এক সার্কুলার পত্রের মাধ্যমে আগামী ০৪ জানুয়ারী ২০২৬ইং পর্যন্ত একটি এ্যাডহক কার্যনির্বাহী কমিটি স্বাক্ষরিত করেন।
লায়ন ফরিদ আহমেদ বর্তমানে ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং বগুড়া-৩ আসনে বিএনপি’র সংসদ সদস্য মননোয়ন প্রত্যাশী। গত ০৫ অক্টোবর অক্তিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক),ঢাকা-কে কমিটির চেয়ারম্যন,ফয়সাল আহম্মেদ সজল-কে ভাইস চেয়রম্যান ও লায়ন ফরিদ আহমেদ-কে সেক্রেটারি এবং অন্যান্য আট বিশিষ্ট ব্যক্তিবর্গকে সদস্য মনোনীত করে মোট ১১ সদস্যের ঢাকা জেলার এ্যাডহক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
দেশের সুনামধন্য সমাজসেবী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন দায়িত্ব পাওয়ায় তার জন্মভূমি এলাকার অনেক গুরুত্বপূর্ন ব্যক্তিরা তাকে জানাচ্ছেন শুভেচ্ছা ও শুভকামনা।