৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হেফাজতে ইসলাম ভূজপুর ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উত্তর জোনের আওতাধীন ভূজপুর ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন হয়েছে।

৯ অক্টোবর (বৃহস্পতিবার) উত্তর জোনের সভাপতি আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর ও কেন্দ্রীয় সহ সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত মাওলানা জুনাইদ বিন জালাল, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শামসুল আলম, মাওলানা জসিম উদ্দিন আমতলী, মাওলানা কারি আবু সাঈদ, উত্তর জোনের সাধারণ সম্পাদক মুফতি নোমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু মাকনুন মুহাম্মদ, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দিন, মুফতি জমির বিন ফরিদ, মাওলানা শোয়াইব সুলেমানী, মাওলানা কাউছার, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবু ইউসূফ, মাওলানা রফিকুল, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা লোকমান হোসেন, মাওলানা কাসেম ও মুফতি আজম, মাওলানা এমদাদ, মাওলানা আলাউদ্দিন, মাওলানা নূর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের গোপন ভোটের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূজপুর ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যথাক্রমে মাওলানা আবু তালেব ভূজপুরী সভাপতি, মাওলানা হাবিবুল্লাহ দিদু সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা তারেকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে দুইজন করে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে উপস্থিত সদস্যদের গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মাওলানা আসগর সালেহী ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং অর্থ সম্পাদক পদে মাওলানা রাসেল ৫১ ভোট পেয়ে বিজয়ী হন।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিল শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সবাইকে মোবারকবাদ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top