৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম বাবুল, রংপুর প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে “তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন” ও উত্তরাঞ্চলের স্থায়ী উন্নয়নের দাবিতে এক বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ০৯ অক্টোবর বিকেলে উপজেলার সরকারী আদিতমারী জি,এস,স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ গনমিছিলের কার্যক্রম শুরু হয়। পরে মিছিলটি আদিতমারী সরকারী জি,এস, মাঠ থেকে শুরু হয়ে উপজেলার চত্তর ঘুরে বি,এন,পি পার্টি অফিসে এসে শেষ হয়।

উক্ত গনমিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে জেলা বি,এন,পি”র  সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, “তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন” শুধু উত্তরাঞ্চলের মানুষের নয়, সমগ্র দেশের অর্থনীতির প্রাণভোমরা। কিন্তু বছরের পর বছর ধরে এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় লালমনিরহাটের তিস্তার চর অঞ্চলের মানুষের সামাজিক জীবন যাপন দূরহ হয়ে পরেছে। বন্যায় প্রতি বছর শত শত পরিবার পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করে থাকেন। তাছাড়া নদী ভাঙ্গনে শতশত পরিবার ভিটা জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।

শুধু তাই নয়, এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার সংকট দেখা দিয়েছ। প্রতি বছর মঙ্গা, খরা অল্প বৃষ্টিতেই পানি বন্দি হয়ে পড়েন শতশত পরিবার। তিনি অন্তবর্তীকালিন সকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন—দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করে তিস্তা নদী ও এ অঞ্চলের জনজীবনকে বাঁচিয়ে রাখতে হবে।

তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন কোনো রাজনৈতিক দাবি নয়, এটি উত্তরবঙ্গের কোটি মানুষের বাঁচা-মরার প্রশ্ন। সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই অঞ্চল একদিন মরুভূমিতে পরিণত হবে।”

তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান তৈরি হবে এবং উত্তরাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে। জনগণের স্বার্থে এবং তিস্তা নদী রক্ষায় সব রাজনৈতিক দল ও সংগঠনকে এক হয়ে মাঠে নামতে হবে।

উক্ত আলোচনা সভায় উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গণমিছিল শেষে তিস্তা বাঁচাও—উত্তরবঙ্গ বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। এতে জেলা ও উপজেলা বি,এন পি”র সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top