নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দলটিকে শাপলা প্রতীক না দেওয়া হলে তারা নিবন্ধন গ্রহণ করবে না; অন্যথায় নির্বাচন কমিশনকে ধান ও সোনালী আঁশ প্রতীকের ওপরও সিদ্ধান্ত নিতে হবে। তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা পেতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা দেখি না। যদি তবুও শাপলা না দেওয়া হয়, তাহলে আমরা লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া নিবন্ধন গ্রহণ করা হবে না।”
তিনি দাবি করেন, নির্বাচন কমিশন শাপলা না দেয়ার বিষয়ে কোনও আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি। ভোটাধিকার নিশ্চিত রাখার প্রশ্ন তুলে পাটওয়ারী বলেন, “কমিশনের সামনে দুটি পথ রয়েছে — শাপলা দিতে হবে বা নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। যদি প্রতীক ইস্যুতে নিবন্ধন ব্যাহত হয়, তার দায় কিছুটা কমিশনের থাকবে।”
নাসীরুদ্দীন আরও বলেন, শাপলা পেতে তারা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন এবং অধিকার নিয়ে আপস করবেন না। তিনি প্রশ্ন তুলেন, “শাপলা ছাড়া নিবন্ধন না হলে দল কীভাবে নির্বাচনে যেতে পারবে?”