১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে মাদরাসায় যেতে বলায় মায়ের ওপর অভিমান করে শিশুর বিষ পান

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে মায়ের উপর অভিমান করে বিষাক্ত কীটনাশক পান করে মোহন আলী (৯) নামের এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শিশু উপজেলার নশরতপুর লক্ষীপুর গ্রামের মহসিন আলীর ছেলে ও নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।এ ঘটনায় থানায় একটি ইউডি। মামলা হয়েছে। নশরতপুর ইউনিয়নের ছিল মোহন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোহন মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়ি আসে। ছুটি কাটিয়ে আর মাদরাসায় ফিরতে চাচ্ছিল না। তারপরও তার মা সিদ্দিকা খাতুন মাদরাসায় পাঠানোর জন্য জোর করছিলেন। আর এতেই মায়ের ওপর অভিমান হয় মোহনের।

এরপরই বাড়ির পাশের একটি ধানক্ষেতে রাখা তরল কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। মোহন মাদ্রাসা থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে ছিল। ঘটনার দিন সকালে তার মা তাকে মাদ্রাসায় নিয়ে যেতে চাইলে মোহন যেতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিমানে মোহন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সবার অজান্তে বাড়ির পাশের ধানক্ষেতে রাখা তরল কীটনাশক পান করে। এরপর তিনি অসুস্থ হয়ে ছটফট শুরু করেন। পরিবারের লোকজন বিষয়টি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top