মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে চলতি পথে ধাক্কা লাগায় যুবককে ছুরি দিয়ে কুপিয়ে যখম, পথচারীদের হাতে আটক পরে পুলিশের কাছে হস্তান্তর, নীলফামারীতে সামান্য ধাক্কাকে কেন্দ্র করে এক যুবক অপর এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে যখম করেছে।স্থানীয়দের কাছে তদন্ত করে পাওয়া যায় ছেলেটির পকেটে সব সময় চুরি থাকে ছেলেটির নাম হচ্ছে অরনিব বয়স (২২) বছর। ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা হামলাকারীকে ধরে ফেলে এবং কিছু গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শহরের নিউ এভার কেয়ার হসপিটালের সামনে দুই যুবকের মধ্যে চলতি পথে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। একপর্যায়ে এক যুবক হঠাৎ ছুরি বের করে অপরজনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর যখম হন।
স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।