১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপির আসনভিত্তিক একক প্রার্থী নির্ধারণে তৎপরতা, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব ও গ্রুপিং বাড়তে পারে—এমন শঙ্কার কথা কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা। এতে নড়েচড়ে বসেছে দলটির নীতিনির্ধারকরা। তারা তৃণমূল নেতাদের ডেকে নির্দেশনা দিয়েছেন এবং জানিয়েছেন, কেউ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্তত ২৫টি নির্বাচনি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং ১০টি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দিতে চায় দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্র থেকে একক প্রার্থী নির্ধারণের পর বাকি মনোনয়নপ্রত্যাশীদের ঐ প্রার্থীকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে গণসংযোগে অংশ নিতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নীতিনির্ধারকরা জানিয়েছেন, যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন বা জটিলতা বেশি, সেসব ক্ষেত্রে মনোনয়নপ্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। একক প্রার্থী নির্বাচনে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, এলাকার সঙ্গে সম্পৃক্ততা ও জনগণের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তবে যেসব আসনে দুই বা ততোধিক জনপ্রিয় প্রার্থী রয়েছেন, সেখানে সিদ্ধান্ত নেওয়া কিছুটা কঠিন হতে পারে। সে ক্ষেত্রে একজনকে ‘সবুজ সংকেত’ দিয়ে বাকিদের ভবিষ্যতে যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “খুব শিগ্গিরই আমরা আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেব। তবে এটি চূড়ান্ত মনোনয়ন নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। অনেক আসনে পাঁচ, সাত বা দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছেন। তাই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা প্রার্থী বাছাই করছি।”

দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়াটি সরাসরি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটি ইতোমধ্যে এই দায়িত্ব তাকে দিয়েছে। তারেক রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এমন প্রার্থী চাই, যিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তাদের সমস্যার সমাধানে সক্ষম এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এমন যোগ্য মানুষকেই আমরা অগ্রাধিকার দেব।”

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা তৈরির কাজ চলছে। কবে নাগাদ সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকরা শিগ্গিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top