মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে ( মোবাইল কোর্ট)। এসময় জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট চাল ও ৪ কেজি মা ইলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্র্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারীভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা-পরিবহন করা ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। নিশেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ভোর থেকে সদর উপজেলার পদ্মা নদী অংশে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। এসময় ৫০০০ মিটার জাল, ৪ কেজি ইলিশ জব্দ করা হয়। সেই সাথে ৬ জন জেলে আটক হয়েছে। তিনজনকে ২০ দিন করে কারাদন্ড এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।