১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের আট নাগরিক ও নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক ও নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও এলপিজি পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল সংস্থা রয়েছে। এর মধ্যে মুম্বাই ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লি ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।

পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিক হলেন— কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট, এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত।

ওএফএসির তালিকায় আরও তিন ভারতীয় নাগরিকের নাম রয়েছে— বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top