আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তি নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করেছে।
নোবেল কমিটির মতে, মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ এবং সাহসী নেতৃত্বের জন্য এই পুরস্কারের যোগ্য হয়েছেন। তারা আরও বলেন, তিনি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন এবং লাতিন আমেরিকায় নাগরিক সাহসিকতার এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন দেয়া হয়েছিল, যার মধ্যে ২৪৪টি ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান বা সংস্থার মনোনয়ন ছিল।
গত বছর শান্তি নোবেল পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকো, যারা পারমাণবিক হামলার শিকারদের প্রতিনিধি হিসেবে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য কাজ করছে।