১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসরাইলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুরস্কে আলোকচিত্রী শহিদুল আলম

নিজস্ব প্রতিনিধি:

গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে ইসরাইলি বাহিনী আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে অপহরণ করে নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে পাঠায়। আজ তিনি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন এবং তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৬৯২১ এ তুরস্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহিদুল আলমকে স্বাগত জানিয়েছেন। ইসরাইল থেকে মুক্তিতে সহযোগিতা করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। এ জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের অন্যান্য সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী এবং নাবিকদেরও আশদোদ বন্দরে আটক করা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়, যা ইসরাইলের অন্যতম বড় আটককেন্দ্র। শহিদুল আলম শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top