নিজস্ব প্রতিনিধি:
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সভাপতির পদে কোনো বেতন না থাকায় প্রশ্ন উঠেছে, বুলবুল কিভাবে সংসার চালান।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল জানিয়েছেন, তিনি পুরো সময় ক্রিকেটের কাজে নিয়োজিত। “একটা জমি ছিল আশুলিয়াতে, সেটা বিক্রি করে চলছি,” বলেছেন তিনি। তবে নিজের ভাষ্য অনুযায়ী, “না খেয়ে থাকলে কি আর করা, কিছু একটা তো করতে হবে। এমন কিছু হয়তো এখনই চিন্তা করছি না কী করব।”
তিনি আরও বলেছেন, আগে ব্যবসা করতেন, মোবাইল টাওয়ারে স্টিল ওয়ার্কে কাজও করেছেন, এবং আবাহনীর কোচিংয়ে আসার পর তা ছেড়েছেন। খেলোয়াড়ি জীবনে মোহামেডান ক্লাব থেকে ২ লাখ ৪০ হাজার টাকা পেয়েছেন, যা এখনও স্মরণে আছে।
অন্যদিকে, গত ৬ অক্টোবরের বিসিবির নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তামিম ইকবাল ‘নোংরামি’ আখ্যা দিয়েছেন। তবে বুলবুল জানিয়েছেন, “নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না, কারণ নির্বাচনে যা কিছু হয়েছে সবকিছু গঠনতন্ত্র মেনে হয়েছে।”