ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বেপজার সাবেক সদস্য (অর্থ) প্রধানমন্ত্রী কার্যালয় এর এজেডএম আজিজুর রহমান বাংলাদেশ-চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২ বছর মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন মো: খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক জামিলুর রহমান। বিসিসিসিআই-এর দ্বি-বার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন প্রশাসক নারগিস মুরশিদা।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এজেডএম আজিজুর রহমান, সহ সভাপতি চায়না গোল্ডভিউ রিসোর্স কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হান চিংচাও ,ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের এমডি চাও চংচং।
৯ অক্টোবর বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মো: খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। এসময় তিনি তার প্রশাসনিক মেয়াদকালে চেম্বারের আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।
এজেডএম আজিজুর চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান। তিনি হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা এর দুইবারের সভাপতি। এছাড়া তিনি ইনভেস্টর সার্ভিস কোং লিমিটেডের চেয়ারম্যান এবং হাইমচরের ঐতিহ্যবাহী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা।