১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার নেত্রী মাচাদো ইসরাইল পন্থী!

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এই সম্মান দিয়েছে।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রীর কাছে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাচাদো গাজায় গণহত্যা চালানো ইসরাইলের বড় সমর্থক। ইসরাইলি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভেনেজুয়েলা ও ইসরাইলের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন হবে–আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সরকার ইসরাইলে ভেনেজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে। এটি ইসরাইল রাষ্ট্রের প্রতি আমাদের সমর্থনের অংশ।”

মাচাদোর দল ভেন্তে ভেনেজুয়েলা বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে ভেনেজুয়েলান ভয়েস।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর থেকে মাচাদো ইসরাইলের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। টাইমস অব ইসরাইল জানায়, তিনি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী। উল্লেখ্য, ২০০৮-০৯ সালে গাজায় ইসরাইলি আগ্রাসনের পর ভেনেজুয়েলা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top