শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম।
তিনি কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা পবিত্র কোরআনুল কারীম এ এই পেশা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই মহান পেশাকে ভালো কাজে লাগিয়ে দেশ ও জাতীর কল্যাাণে কাজে লাগাতে হবে। এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।