১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে জেলা প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন: সচেতন নাগরিক সমাজের আয়োজনে নিন্দা ও দোষীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে “সচেতন নাগরিক সমাজের” আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মোস্তাক আহমেদ মম, স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আবু তাহের।
এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক মতিন বকস্, মাওলানা আহমেদ বিলাল, এডভোকেট বকসী জোবায়ের, এডভোকেট মো. ফয়সাল মিয়া, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,সাংবাদিক মুক্তাদির আহমেদ, মেহরাজুল হক (সভাপতি, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), রহুল আমিন (সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), এডভোকেট আব্দুর রউফ, মো. সাহাবউদ্দিন বাবলু (জেলা আহ্বায়ক, ওয়ারিয়র্স অব জুলাই), জুলাই যোদ্ধা কাজী মঞ্জুর ও জুলাই যোদ্ধা সালে আহমদ সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ, ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাগণ।

অপসাংবাদিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা

বক্তারা জানান, গত ৭ অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় ফ্যাসিস্টের দোসরদের মাধ্যমে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের বিরুদ্ধে অপ-সাংবাদিকতার ধারাবাহিকতায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।
সংবাদে জেলা প্রশাসকের স্ত্রী ও ভাতিজাকে চাকরিতে নিয়োগের অভিযোগ তোলা হলেও, কোন দপ্তর, কোন পদে বা কোন প্রমাণসহ তথ্য উপস্থাপন করা হয়নি। এমন মনগড়া সংবাদ প্রকাশকে বক্তারা অপ-সাংবাদিকতা হিসেবে আখ্যা দেন এবং তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, “যেখানে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে অনেক সময় এপয়েন্টমেন্ট নিতে হয়, সেখানে একজন অসহায় দিনমজুরও তাঁর কক্ষে সরাসরি প্রবেশ করে সহায়তা চাইতে পারেন। এমন মানবিক, কর্মদক্ষ ও সৎ একজন প্রশাসককে অপপ্রচারের মাধ্যমে হেয় করার এই প্রচেষ্টা ঘৃণ্য।”

স্বচ্ছতা ও সুশাসনের প্রতীক

বক্তারা আরও বলেন, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের দূরদর্শী পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তার কারণে মৌলভীবাজারে প্রশাসনিক কার্যক্রমে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাঁর স্বচ্ছতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন ও সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মান প্রদর্শন তাঁকে জনমানুষের আস্থার প্রতীক করে তুলেছে।

তাঁর এসব কার্যক্রমে সমাজের কিছু স্বার্থান্বেষী মহল ও অতীতে স্বৈরাচারী সময়ের দুষ্কৃতিকারীরা বিরক্ত হয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

দোষীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

বক্তারা দৈনিক ইনকিলাব পত্রিকার সংশ্লিষ্ট সাংবাদিকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করেন এবং ভবিষ্যতে এমন অপপ্রচারমূলক ও যাচাইবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তারা বলেন, “মৌলভীবাজারের উন্নয়ন, জনকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার পথে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে সচেতন নাগরিক সমাজ। আমরা তাঁর পাশে ছিলাম, আছি, থাকব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top