সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দৈনিক চাউল বাজার এলাকায় শুক্রবার রাতে বিএনপি’র এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত (১০ অক্টোবর) শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে দশ ঘটিকা পর্যন্ত চলে কর্মী সমাবেশ।
সান্তাহার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক চঞ্চলের আমন্ত্রণে শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের দৈনিক চাউল বাজার এলাকায় ওয়ার্ড বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে এই বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সান্তাহার পৌর ছয় নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজিম উদ্দীন খান বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম হিটলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপি’র সদস্য ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জুয়েল, জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, শাহাজাহান আলী স্বপন, যুবদল নেতা মাহামুদুল আলম, সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন ইসলামসহ সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।