মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
” মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি” ‘মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’ এই কথাটিকে সামনে এনেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফুটবল মাঠ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি তো হয়।
খেলায় অংশগ্রহণ করে ওস্তাদ ফুটবল একাদশ বনাম বন্ধু ফুটবল একাদশ। মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হারুন অর রশিদের সহধর্মিনী সেলিনা পারভীন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি জাফর আলী মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ মাহমুদ প্রমূখ।
তেতুলিয়া সমাজকল্যাণ সমিতি ক্লাবের সাধারণ সম্পাদক ও বহরপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ারুল শেখ বলেন, তেতুলিয়া ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। আর এখানকার ছেলেরা খেলাধুলা প্রিয়। প্রাক্তন খেলোয়াড় ও স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সকলের সার্বিক সহযোগিতায় খেলাটি মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো। দর্শকদের আনন্দ বিনোদনের মাধ্যমে খেলাটি শেষ করতে পেরে আমরা গর্বিত।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ খেলার আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন বলেন, আমাদের যুবসমাজ আজ মাদক আর মোবাইলে বিভিন্ন গেমসে ডুবে পড়েছে। তাদেরকে এই নেশা থেকে বের করে আনতে খেলাধুলার দিকে ধাবিত করতে হবে। এই চিন্তাকে সামনে নিয়ে এলাকার যুবসমাজ তেতুলিয়া ফুটবল মাঠের প্রাক্তন খেলোয়াড়দের সাথে নিয়ে আমরা খেলাটি আয়োজন করি। এবং সকলেই আমাদের সার্বিকভাবে সহযোগিতা করায় সুন্দর ও সুষ্ঠুভাবে খেলাটি পরিচালনা করতে পেরেছি। আজ মেগা ফাইনালে বন্ধু ফুটবল একাদশ এবং ওস্তাদ ফুটবল একাদশের মধ্যে মেগা ফাইনাল খেলাটি শেষ হয়। আমরা সকলের সহযোগিতায় চাম্পিয়ান দলকে ৫০ হাজার টাকা ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইস মানি হিসেবে উপহার দিতে পেরেছি। মেগা ফাইনাল খেলাটি দেখে দর্শক উৎসাহ পেয়েছে। আমরা এই মাঠের সকল দর্শকের কাছে কৃতজ্ঞ।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি, এবং সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলী মুনছুর ও মোঃ আব্দুল লতিফ রতন।
উক্ত মেগা ফাইনাল খেলায় বন্ধু ফুটবল একাদশকে ০২ – ০০ গোলে পরাজিত করে ওস্তাদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।