মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান, ৮৬ কেজি ইলিশ জব্দ, ১.৯৯ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ ও ৪১ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল হক বলেন, রোববার (১২ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলার চারটি উপজেলায় (সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা) ১০টি অভিযানে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৪ জন জেলে (সদর উপজেলায় ১২ জনকে ১দিন করে, গোয়ালন্দ উপজেলায় ২ জনকে ২০দিন করে) কারাদণ্ড, ১.৯৯ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জব্দকৃত ৮৬ কেজি ইলিশ এতিমখানায় এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সদর উপজেলায় ২টি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক। গোয়ালন্দ উপজেলায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন। কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে জেলা পুলিশ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।